সময় বদলের সঙ্গে তাল মিলিয়ে না চললে শোবিজ ইন্ডাস্ট্রিতে টিকে থাকা কঠিন। মঞ্চ থেকে টেলিভিশন, ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকি প্রেক্ষাগৃহ থেকে ওটিটি প্ল্যাটফর্ম—অভিনয় দক্ষতায় সব জায়গায় নিজেদের জায়গা করে নেন তারকারা।
অনেক তারকাই ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। এতে সহজেই নতুন কাজের আপডেট, ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা তথ্য শেয়ার করা যায়। দর্শকরাও তাদের পছন্দের তারকাদের নিয়ে জানার ব্যাপারে আগ্রহী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি—হাসিখুশি এক ছোট্ট মেয়ের, যিনি আজ ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেত্রী।
অল্প বয়সেই অভিনয়ে আত্মপ্রকাশ করা এই অভিনেত্রী বাংলা ধারাবাহিকে বেশ জনপ্রিয়। বেশিরভাগ মেগা-সিরিয়ালে তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন। এবার তিনি টালিউডের জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখার্জি ও নন্দিতা রায়ের আসন্ন সিনেমা ‘রক্তবীজ ২’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করবেন।
তার ব্যক্তিগত জীবনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। অনেকটা বয়সে বড় একজনকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়ায় তাকে কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে সমালোচকদের তোয়াক্কা না করে তিনি স্বামী-সন্তান নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।
এখনও কি ছবির এই মেয়েটিকে চিনতে পারছেন? ঝিকিমিকি জামা, মাথায় ওড়না, কপালে চন্দনের ফোঁটা আর লাল টিপ—শৈশবের সেই মিষ্টি হাসি আজও অপরিবর্তিত। হ্যাঁ, তিনি টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ!
শুক্রবার (২১ মার্চ) সকালে নিজের ছোটবেলার ছবিটি ফেসবুকে পোস্ট করে শ্রীময়ী লিখেছেন, ‘ছোট্ট শ্রীময়ী’। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। শুভাকাঙ্ক্ষীরা তাকে প্রশংসায় ভাসাচ্ছেন, আর সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোচনায় উঠে এসেছে তার শৈশবের এই মিষ্টি মুহূর্ত।
0 মন্তব্যসমূহ