
ঐতিহাসিক বদর যুদ্ধ ও মুসলমানদের অর্জিত বিজয়ের চেতনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
ঐতিহাসিক বদর দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৮ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত এক বিশেষ সেমিনারে এ কথা বলেন তিনি। মহানগর সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বদর যুদ্ধের তাৎপর্য ও বর্তমান প্রেক্ষাপটে এর শিক্ষা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, বদরের যুদ্ধ কেবল একটি সামরিক বিজয় ছিল না, বরং এটি ছিল ঈমান, ত্যাগ ও আল্লাহর ওপর পূর্ণ আস্থার এক অনন্য পরীক্ষা।
তিনি বলেন, মাত্র ৩১৩ জন সাহাবির বিপরীতে হাজারো অস্ত্রসজ্জিত কুরাইশ বাহিনীর বিরুদ্ধে সংঘটিত এই যুদ্ধে ঈমানের শক্তি ও আত্মত্যাগের মাধ্যেমে বিজয় অর্জিত হয়েছিল। বর্তমান সময়েও আমাদের সেই চেতনা থেকে শিক্ষা নিতে হবে।
0 মন্তব্যসমূহ