ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন ছবি ‘বরবাদ’ ঈদে দর্শকদের মাতিয়ে দিয়েছে। মাল্টিপ্লেক্সে দুই দিনের আয় ছাড়িয়েছে ৭২ লাখ টাকা, সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে মোট আয় ইতোমধ্যে কয়েক কোটি টাকা ছুঁয়েছে বলে ধারণা।
প্রতিবছরের মতো এবারের ঈদুল ফিতরেও বড় পর্দায় হাজির হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। পরিচালক মেহেদী হাসান হৃদয় নির্মিত ‘বরবাদ’ সিনেমাটি মুক্তি পেয়েছে দেশের ১২০টির বেশি প্রেক্ষাগৃহে, যার মধ্যে রয়েছে সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স—দুটোই।
ঈদের দিন থেকেই শুরু হয়েছে দর্শকদের উপচে পড়া ভিড়। এমনকি অগ্রিম টিকিট বুক করেও অনেকেই সিনেমা দেখতে পারছেন না। মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক চাপে বাড়ানো হয়েছে অতিরিক্ত শো।
বিশ্বস্ত সূত্র মতে, ‘বরবাদ’ সিনেমাটি মুক্তির প্রথম দুই দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছে ৭২ লাখ ৬১ হাজার টাকা।
-
প্রথম দিনে: ২৮ লাখ ৩০ হাজার টাকা
-
দ্বিতীয় দিনে: ৪৪ লাখ ৩১ হাজার টাকা
এই আয়ের তথ্যটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ।
🎬 সিঙ্গেল স্ক্রিনে ব্যাপক চাহিদা
যদিও দেশে এখনো কোনো অফিসিয়াল বক্স অফিস ট্র্যাকিং সিস্টেম নেই, তবুও হল মালিকদের মতে সিঙ্গেল স্ক্রিন থেকে ছবিটির আয় দুই দিনে কয়েক কোটি টাকা ছাড়িয়েছে। কারণ একাধিক হল ‘বরবাদ’ চালাতে উচ্চ বুকিং মানি দিয়েছে এবং দর্শকদের মাঝে সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস রয়েছে।
🆚 গত বছরের তুলনায় সেরা ওপেনিং
গত রোজার ঈদে মুক্তি পাওয়া ‘রাজকুমার’ সিনেমার প্রথম দিনের আয় ছিল মাত্র ১২ লাখ টাকা। সেই তুলনায় ‘বরবাদ’ অনেক বড় ওপেনিং দিয়েছে, যা ঢালিউডের জন্য ইতিবাচক বার্তা বহন করে।
🎭 অভিনয় ও নির্মাণ
-
নায়ক: শাকিব খান
-
নায়িকা: ইধিকা পাল (কলকাতা)
-
পরিচালনা: মেহেদী হাসান হৃদয়
ছবির ট্রেলার, গান ও পোস্টার মুক্তির পর থেকেই ছিল ব্যাপক আলোচনা। ‘বরবাদ’ সিনেমায় রোমান্স, অ্যাকশন ও সংলাপে দর্শক নতুনত্ব পেয়েছেন।
🗣️ হল মালিকদের ভাষ্য
ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ বিভিন্ন মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে—‘বরবাদ’-এর টিকিট বিক্রির চিত্র গত কয়েক বছরের মধ্যে অন্যতম সেরা। অনেক শোতে টিকিট সম্পূর্ণ সোল্ড আউট।
0 মন্তব্যসমূহ